জননী আমার জন্মভূমি- আফসারা আবদারী মৌমি
-

শেয়ার করুন

জননী আমার জন্মভূমি

যেথা জন্মেছি আমি

ওগো জননী অপরূপ তুমি

সোনার চেয়েও দামি।

দিয়েছ কত আশা ভরসা

দিয়েছ কত আদর

বাসিনি তোমায় এতটুকু ভালো 

বুঝিনি তোমার কদর।

আজ প্রশান্ত চিত্তে তোমাকে দেখি

তোমার রূপে জুড়ায় এ আঁখি 

তোমার নামে কবিতা লিখি

কত না ছবি আঁকি।

তবু অপরাধী আমি তোমার কাছে

ক্ষমা করো মা আমাকে

মা যেমন সব ভুলে 

ক্ষমা করে সন্তানকে।


শেয়ার করুন

মন্তব্য করুন