জন্ম হয়েছে মৃত্যুর জন্য।
জন্ম হয়েছে কিছু করে যাওয়ার জন্য।
জন্ম হয়েছে দুঃখ আনন্দ মাথা পেতে নেওয়ার জন্য।
জন্ম হয়েছে সত্যের পথে থাকা কতটা কঠিন তা বোঝার জন্য।
জন্ম হয়েছে ঈশ্বরের সৃষ্টি করা পৃথিবী দেখবার জন্য।
জন্ম হয়েছে ভালোবাসা দেওয়ার জন্য।
জন্ম হয়েছে ন্যায়-অন্যায়ের পার্থক্য বোঝবার জন্য।
জন্ম হয়েছে ঈশ্বরের দেখানো পথ মেনে চলার জন্য।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৪/৮/২০২৪