ঠাই -নাশিদ ববি
-

শেয়ার করুন

একটু ঠাই 

একটু আশ্রয় একটু ভালোবাসা 

মিছে সেই বাহানা 

বার বার কেন তবে আঘাত আসে এখানে 

দেখেছি সেই চোখ  অনেক কিছু দাবি রাখে 

কি দিলে সুখ হবে তার 

বারে বারে  এতো কি  সে চায় ? 

খালি দাও আর দাও যা আছে সব তোমার 

বনেদী পরিবার সবই আছে তার 

ঠাই নেই বুঝি 

হতভাগী এক অশুভ আত্মার 

চোখ পরলে নষ্ট হয়ে যায় সবই 

কত যে গালমন্দ অভিশাপ 

দেয়ালেরও কান আছে চুপ কর আস্তে বল তবে 

সাজিয়ে গুঁজিয়ে দিতে হবে ভুরি ভুরি 

দুর হয়ে যা তুই যে অশুভ রমণী 

পানির উপর পানি খেয়ে যায় হতভাগী 

ধরে না তার অন্ন কমে যাবে বুঝি 

শুকনো মুড়ি আর এক কাপ গরম পানি

করে যায় অনশন ভালোবেসে বুঝি 

থাক তবে তারা যেমন আছে সেভাবে 

ঠাই নাই ঠাই নাই 

হতভাগী বুঝি 

সোনার চামচ মুখে পড়ে নাই বুঝি 

গবীর দাসী তারা 

সমানে সমানে অংক করে নাই বুঝি 

বেনেদি তারা বুঝি 

কথার এতো ঝাল কেন তবে 

মধু বুঝি কিনতে পারে নাই তোর বাবা কোন কালে 

কত কিছু চায় তারা 

ভাঙ্গা ঘর থেকে নিয়ে আসা এক চাঁদ 

তুলনা করলে পাল্লায় কম দাম হবে 

দেখো তো সাথে কিছু আনে নাই কেন তারা 

থামো একশ হাত দুরে থাকো তোমরা 

ঠক বানোয়াট 

প্রাসাদের দেওয়াগুলো স্বর্ণ দিয়ে বাঁধানো 

দামী মার্বেল পাথর কি দেখেছো ? 

দাও তো দেখি একটিও কি দেবার ক্ষমতা আছে 

সবই শূন্য কলস ঝনঝন করে বাজে 

পান্তা ভাত খাই শুকনো মরিচ পোড়া দিয়ে 

একটু ঠাই বুঝি নেই আপন গৃহে 

একটু আশ্রয় বুঝে সে কেড়ে নেয় জোর করে 

দাও দাও বেশি করে যত দেবে তত পাবে ভালোবাসা অফুরন্ত । 


শেয়ার করুন

মন্তব্য করুন