আমায় কেউ ভালোবাসলো না
কিন্তু আমি সবাইকেই ভালোবেসে গেলাম
তাই কেউ আমার হল না।
আমায় কেউ পছন্দ করল না
কিন্তু আমি সবাইকেই পছন্দ করে গেলাম
তাই কেউ আমার হল না।
আমায় কেউ তাদের মনে জায়গা দিল না
কিন্তু আমি সবাইকেই আমার মনে রেখে এলাম
তাই কেউ আমার হল না।
আমায় কেউ তাদের ভাবনায় আনল না
কিন্তু আমি সবাইকে নিয়েই ভেবে গেলাম
তাই কেউ আমার হল না।
আমার কষ্ট কেউ বোঝে নি
কিন্তু আমি সবার কষ্ট বুঝে গেলাম
তাই কেউ আমার হল না।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৯/৩/২০২৪