এই যে আমার এত দুঃখ এত কষ্ট
তার কারণ হলো তোমার ভালোবাসা না পাওয়ার ফল।
তুমি যদি আমায় ভালোবাসো গো
আমি তাহলে সকল দুঃখ কষ্ট থেকে রেহাই পাব।
তোমার ভালোবাসা পাইনি বলেই তো
ব্যথা বেদনার সাগরে ডুবে আছি।
তুমি আমায় ভালোবাসো গো
তুমি আমায় ভালোবাসো।
আর যদি না ভালোবাসো
আমার অকাল মৃত্যু হবে মনে রেখো।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২২/৭/২০২৪