তোমার দেওয়া দুঃখ
-

শেয়ার করুন

তোমার দেওয়া দুঃখ আমাকে কখনো গভীর অরণ্যে ঠেলেনি, সবুজ নির্জনে
দেখায়নি আড়াই হাত হয়ে দাঁড়ানো সাপের মাথায় নীল মনি, চোখের আড়ালে
তোমার দেওয়া সুখ আমাকে মহান করতে পারেনি, অহঙ্কারী করেছে নিরর্থক
তোমার দেওয়া সুখ দাঁড়িপাল্লায় ওজন করেছি কষে, কম হলে কষেছি তোমাকে,
বেশিতে সুখী হয়েছি, লাভ করেছি ভেবে তৃপ্ত হয়েছি, মানুষ যেমন হাটে বাজারে, আদর্শ পাইস  হোটেলে
আরো বেশি পেলে, অকৃপণ হাতে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করেছি, এদিকে ওদিকে ফেলে
ধুলোয় গড়াগড়ি, তোমার দেওয়া পোশাক আমি নোংরা করেছি, যেন পড়ে পাওয়া চোদ্দ আনা,
নাক কান সর্বাঙ্গের ময়লা, পানের পিক, তামাকের কড়া দাগ, শূকরি বিষ্ঠা কি নেই সেখানে
তোমার দেওয়া ভালোবাসার সুপেয় জলটি আমি ফেলে ছড়িয়ে উপহাস করে রং মিশিয়ে, বিষিয়ে নষ্ট করলাম
তোমার দেওয়া আকাশ বাতাস খেত খামার আর ভিটে মাটি আমি অক্লেশে দিয়ে দিলাম শয়তানকে,
তারা যেন আমার কেনা বাঁদীর মতো, যখন যেখানে খুশি চাবুকটি বার করে মারা যায় পিঠে,
তাদের যেন নাচানো যায়, বখশিশ করা যায় যাকে তাকে, আমার খুশিতে, বিনা শর্তে।
তোমার দেওয়া প্রেম আমি মাটিতে ফেলে, রগড়ে ঘষে, কেটে রক্তমাংস আর হাড়গোড় বের করে,
বারংবার দেখতে চেয়েছি তা খাঁটি কিনা, পছন্দ হলে কোলে বসিয়েছি, কৃপা ভরে বকশিশ করেছি হাসি,
পছন্দ না হলে বা পুরোনো হলেই পথের দুধারে অবজ্ঞায় ছুড়ে ফেলেছি, যেন তারা কোনোদিনই আমার ছিল না !

খালি তোমার তর্জনীটির দিক খেয়াল করে দেখা হয়নি এতকাল, একবারও মনোযোগ দিয়ে।
ভুল করেও দেখা হয়নি তোমার এই সুলতানটির আপাদমস্তক, অন্দর বাহার আর রক্তের রং।
একদিনও আমি আয়নার সামনে উল্টে চুল আঁচ্ড়ে দেখিনি আমাকে কেমন দেখতে,
একদিনও কেঁদে দেখিনি কাঁদলে কেমন দেখায় আমায়,
আমি কোনোদিন প্রশ্ন করিনি তোমাকে সত্যি কেঁদে – ওগো, কেন আমায় এতো ভালোবাসলে !


শেয়ার করুন

মন্তব্য করুন