দুনিয়ার মায়া- কবি- জুয়েল ইসলাম
-

শেয়ার করুন

একদিন ছাড়তে হবে তোমায় দুনিয়া তা তুমি জানো
তবু কানো আল্লাহর ইবাদাত করতে নাফরমানি করো,
ওহে মুসলমান, এই দুনিয়া একটি মায়াজাল
হাশরে কোন কাজে আসবেনা তোমার সম্পদ মাল।
দুনিয়াতে জানিনা কত গুনা তুমি করো?
থেমে যাও, আল্লাহকে ভয় করে তিনার পথে এসো,
আর কত দিন ঘুরবে মহিলার পিছনে
জানো না? তারা গুনা ছড়ায় দুনিয়ার জামিনে।
আরে, নবী তো বলেছেন তাদের ভয় করো
তবু কানো তুমি তাদের জন্য মরো,
জেনে নাও, একদিন ধ্বংস হবে এই দুনিয়া
সেদিন কবুল হবেনা তোমার তওবা কামনা।
যদি তুমি চাও আল্লাহর নিকটবর্তী হতে
নফল নামাজ পড়ো বেশি ও ছাড়োনা নবীর সুন্নতকে।
এই দুনিয়া দুই থেকে তিন দিনের
তারপর কেউ চিন্তা করবে না তোমায় নিয়ে
তাই বলি ভাই, আল্লাহর দিকে এসো ফিরে

অচিরে তুমি থাকবেনা এই মায়ার দুনিয়াতে।


শেয়ার করুন

মন্তব্য করুন