প্রকৃতি মায়া জানে
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

ঘন নীল আকাশে 

ছোটো বড়ো সাদা মেঘের হিল্লোল দেখলে

আমার মন আর আমার মধ্যে থাকে না

আমি উন্মন হয়ে যাই

আমার দেহ পড়ে থাকে পৃথিবীতে

আমি চলে যাই আকাশে।

এ বড়ো অদ্ভুত সাজ প্রকৃতির

আমি কেন এমন হয়ে যাই আমি নিজেও জানি না

সত্যিই প্রকৃতি মায়া জানে!

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

১৩/২/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন