ফিরে এসো হে নেতাজী সুভাষ
-

শেয়ার করুন

দেশ স্বাধীনের অগ্রগতির চক্র হাতে তুমি,

তোমার জন্য স্বাধীন হলো আমার জন্ম ভূমি,,

দেশ স্বাধীনের আহ্বান,, সুর যে গম্ভীর,,

সত্যিকারের দেশ নায়ক, তুমিই মহান বীর,,

স্বাধীন তুমি করলে এ দেশ অনেক কষ্ট করে,,

তবে রইলো না তো সে দেশ- তোমার মনের মত করে ,

তাই তো বলি সুভাষ তুমি আবার এসো ফিরে,,

রক্ত যদি লাগে আবার, দেব যে বুক চিরে,,

ফিরে এসো হে নেতাজী সুভাষ,, ফিরে এসো তুমি,,

তোমার দেখানো সে স্বপ্ন যে রোজ ভোরে দেখি আমি,,,

 

(হে মহান দেশ নায়ক ‘সুভাষ চন্দ্র বসু’ তোমার শুভ জন্ম দিনে কোটি কোটি প্রণাম 🙏🙏🙏)


শেয়ার করুন

মন্তব্য করুন