বলতে হবে-আবু জাফর মহিউদ্দীন।
-

শেয়ার করুন

বলতে হবে সত্য কথা 

তিক্ত যদি হয়,

ছাড়তে হবে মিথ্যা কথা 

যদিও জীবন যায়।

মায়ের কথা শুনতে হবে 

দিতে হবে মন,

বড়র প্রতি মান্য করে 

চলবে সর্বক্ষন।

পীড়া যদি হয় কখনো

অপর ভায়ের প্রতি,

স্বীয় বুকে তুলে নিয়ে

করবে তাকে প্রীতি।

গরীব দুঃখি হাত বাড়ালে 

দেবে না তাকে ফিরে,

জাতীর সেবা মুক্ত হস্তে

দাও থাকে তাকদীরে।


শেয়ার করুন

মন্তব্য করুন