বাংলার বীর
- কৃষ্ণ কামাল

শেয়ার করুন

বাংলার বীর

  কৃষ্ণ কামাল

 

 

বাংলার বীর, তুমি কোন আকাশের তারা?

 যে আলো দিয়ে রক্তের রঙ করে দারা।

 তুমি কোন পথের ফুল, যে ফুটে আসো বারবার?

 যে বাতাসের গান শুনে ছুটে চলো যুদ্ধার।

বাংলার বীর, তুমি কোন নদীর ঢেউ?

 যে বেগে চলো মুখোমুখি শত্রুর শেউ।

 তুমি কোন পাহাড়ের শিখর, যে উঁচু থেকো নির্ভয়?

 যে মেঘের চোখে দেখো স্বাধীনতার অভয়।

বাংলার বীর, তুমি কোন সময়ের সাক্ষী?

 যে লিখে চলেছো ইতিহাসের পাতায় নিজের ছাপ।

 তুমি কোন মানুষের সন্তান, যে জন্মেছো মাটির মায়ায়?

 যে মরেও জীবন্ত থাকো প্রতি বাঙালির হিয়ায়।

বাংলার বীর, তুমি কোন গানের সুর?

 যে ভরে দাও শক্তি আমাদের মনের দুর।

 তুমি কোন কবিতার ছন্দ, যে বাজে আমাদের কানে?

 যে বলে দাও, বাংলার বীর, তুমি আমাদের প্রাণে।

 

 

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন