বাউণ্ডলে
-

শেয়ার করুন

ভ্রমি আমি দেশে দেশে,

স্রোতের টানে ভেসে ভেসে।

তল্লাশিব ঘরে ঘরে,

পাই যদিও মরে মরে।

যাচ্ছি সেথা ভয়ে ভয়ে,

দুঃখ ব্যথা সয়ে সয়ে,

ভাবি একা মনে মনে

হবে দেখা ক্ষণে ক্ষণে।

এগিয়ে চলি পায়ে পায়ে,

ভিক্ষা মাগি গাঁয়ে গাঁয়ে,

মনে পড়ে বারে বারে,

খুঁজে মরি দ্বারে দ্বারে।

জিজ্ঞাসিব জনে জনে,

ঘুরব সেথা বনে বনে।

দেখা হবে ফাঁকে ফাঁকে,

ছোট্টনদীর বাঁকে বাঁকে।

রেখো মোরে চোখে চোখে,

রইব সবার মুখে মুখে,

বলুক সবে ধন্য ধন্য,

খুঁজি তারে তন্ন তন্ন।

 


শেয়ার করুন

মন্তব্য করুন