বুড়ো শিবের মেলা
- পার্থ বসু

শেয়ার করুন

বোম ভোলে বোম বল যে সবে

উঠলো পূবে বেলা,,
আসবি নাকি দেখতে তোরা
বুড়ো শিবের মেলা।

 

হয় যে হেথা বিরাট মেলা
চৈত্র মাসের শেষে
শিব ঠাকুরের মূর্তি হেথা
নারায়ণের বেসে ।

 

আসবি নাকি দেখতে মেলা
বল না সবে বল,
ঢালবি এসে বাবার মাথায়
তোরা সবে জল।

 

চারটি দিনের জন্য বাবা
থাকবে এসে হেথা ,
শিবের কৃপায় ঘুচবে সবার
সকল দুক্ষ ব্যথা

 

মন্দিরে তে জাগ্রত শিব
শঙ্কর নাথ ভোলা,
দেখবি যদি আয় যে ছুটে
বুড়ো শিবের মেলা।


শেয়ার করুন

মন্তব্য করুন