ভগবানের উপাসনা করা
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

কেউ তোমায় ভালোবাসুক বা না বাসুক

একজন তোমায় ঠিক ভালোবাসেন

তিনি ভগবান।

কেউ তোমায় পছন্দ করুক বা না করুক 

একজন তোমায় ঠিক পছন্দ করেন

তিনি ভগবান।

তাই ভগবানের প্রতি কখনোই বিশ্বাস হারানো উচিত নয়

যখনই সময় সুযোগ পাবে ডাকবে তাঁকে মন প্রাণ ভরে।

তুমি কখনও কোনো বিপদে পড়লে

তিনিই কেবল তোমায় রক্ষা করেন মনে রেখো।

কোন উপায়ে যে তিনি রক্ষা করেন তা তিনি ছাড়া আর কে জানে?

এসবই তাঁর খেলা।

আমরা তো শুধু তাঁকে ডাকতে পারি

তাঁর পুজো করতে পারি।

এর বাইরে আর কী-ই বা করতে পারি?

কিন্তু তিনিই তো সবকিছু করেন

তিনি যেমন এই পৃথিবীটাকে দিন রাত ঘোরাচ্ছেন

তেমন পৃথিবীটাকে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন।

আমাদের কাজ শুধু তাঁর উপাসনা করা।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

২৫/৭/২০২৪

 


শেয়ার করুন

মন্তব্য করুন