মানুষ ও অমানুষ
-

শেয়ার করুন

মানুষের ভিড়েই অমানুষেরা ঘুরে বেড়ায় 

তাদের দেখতে মানুষের মতো হলেও 

মনের দিক থেকে তারা মানুষ নয়।

তাই একজন মানুষের পাশে একজন অমানুষ দাঁড়িয়ে থাকলে 

বোঝা যাবে না কোনো পার্থক্য

যতক্ষণ না অমানুষ তার নিজ স্বভাব প্রকাশ করে।

তাই দেখতে মানুষের মতো হয়ে গেলে 

কোনো মানুষ মানুষ হয়ে যায় না 

সে মানুষ অমানুষও হতে পারে।

সেই মানুষই মানুষ 

যার আছে ভালো-মন্দ বিচারের ক্ষমতা 

অন্যায়ের বিরুদ্ধে গর্জন করার শক্তি 

ভালোবাসা দেওয়ার মতো হৃদয়

অন্যের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আকুলতা।

যে মানুষ অন্যের দুঃখে নিজে কাঁদে 

সে মানুষই হল মানুষ।

একজন মানুষের শরীরে যা কিছু আছে 

একজন অমানুষের শরীরেও তাই তাই আছে 

তবু সে মানুষ নয় কারণ মানুষ হওয়ার কোনো গুণ নেই তার মধ্যে।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

২০/৫/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন