মানুষ ও ভগবান
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

কোনো মানুষকে দুঃখ দিয়ো না

সব মানুষের মধ্যেই ভগবান থাকেন

কোনো মানুষকে হেয়ো কোরো না

তাহলে তিনি মনে মনে ক্ষুণ্ণ হবেন।

খারাপ কথা বোলো না কোনো মানুষকে

এতে ভগবানকেই খারাপ কথা বলা হবে

ভালোবেসে যাও সব মানুষকে 

তাঁর আশীর্বাদ ঠিক পাবে।

কষ্ট দিয়ো না কোনো মানুষকে

এতে ভগবানকেই কষ্ট দেয়া হবে

শুধু মানুষের মন খুশিতে রাখো ভরিয়ে

জগন্ময় খুশি হবেন এতে।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী

২০/৫/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন