মিটাইয়া দিও
মোর হৃদয় পিপাসিত ঢলায় দাও অমৃত প্রেমের সুধা
বুকের মাঝারে আগলে লইয়া মিটায় দাও ভালোবাসার ক্ষুধা,,
আজই বসন্ত নিশির মৌন প্রেমে, ঝরিয়া পড়ুক পাতার কুঞ্জ
চন্দ্র সজ্জিত পূর্ণিমা নিশিতে কেশেতে সাজায়ো পুষ্প পুঞ্জ।।
বর্ষণ নামিলে মেঘলা বৈকালে পরনে পড়িও লাল শাড়ি
রক্ত জবার গাঢ় লালে চরণ সাজয়ও আলতা দিয়ে।
দক্ষিণও জানালা খুলিয়া রাখিও সাঁঝ নামিলে পরে
মৃদু হাওয়ায় চন্দ্র মল্লিকার, গন্ধ ভাসিয়া আসিবে ঘরে।।
নিদ্রাহারা অন্ধরাতে কণ্ঠ হতে সে গান গেয়ো
সকল দ্বন্দ্ব ভঙ্গিত হবে জড়তা কাটিবে সেই সুরেতে।
মেঘমোল্লার ধূসর কালিতে করিও আমারে রচিত
শঙ্খ বাজায়ে, গোপন সুরেতে করিবো তোমারে পুজ্জিত।
ঘন কালো কেশ খুলিয়া রাখিয়া, বাধিও যূথীরও মালা
বরণ করিব আহ্বান জানাবো সাজায় বরণ ডালা।
শাখায় শাখায় ফুটিবে পুষ্প নবীন রবির আভায়
গগন সাজাবে মলিন হয়ে শান্ত শুভ্র মেঘের শোভায়।
বসিয়া থাকিও পাশেতে মোর শুনাইয়ো কাব্য গাঁথিয়া
মৃত্যু আসিলে মিটাইয়া দিও অমৃত প্রেমের ক্ষুধা।।