আমি এক জীবন্ত লাশ
শুয়ে আছি মাটির নীচে
চিতার আগুনে;
মনের সব অভিব্যক্তি
মিশে গেছে ধূলোর সাথে
পথে প্রান্তরে সবুজ ঘাসে।
আমি গাথা জমায়
নীল হৃদয়ের খামে
কখনও হেসে কখনও বা কেঁদে।
আমি দোষের মানদন্ড
মাথায় নিয়ে চলি শুধু
বিনা দোষে ফাঁসির মঞ্চে
তুলে নিই গলায় দড়ি।
যে ব্যথা সহেছি আমি
সেখানেই তো সেবিছে ঈশ্বর
জীবে প্রেম দয়া করে
জীবন আছে ত্রিভুবনে
মানুষের পাপের ঝণ শোধ করে।
সখের নাম তুলারাশি
পরে সবাই হাত ঘড়ি
জীবন মেশে ছাই এর সাথে
মরে গেলে অন্তরেতে।
কফিনের মৃতদেহ
নিকোটিনের ধোঁয়া ছাড়ে
বিষাক্ত লাল চোখ
হাবুডুবু খায় রক্তের স্রোতে।
আমার মৃত্যু ঘটেছে
বহু বছর আগে
সেই আত্মায় জীবন পেয়ে
এসেছি আমি এই ভুবনে।।
@অভিজিৎ হালদার
মোবারকপুর,নদীয়া