গায়ে ঠান্ডা হাওয়া লাগছে।
মুষলধারায় বৃষ্টি হয়েছে,
সেটা অন্য কোথাও নয়, আমার বুকে,
কেননা আজ আমায় ছেড়ে চলে গেছে
বাম দিকের জীবনটা।
সে জায়গায় পড়েছিল লক্ষ লক্ষ গোলাপের পাঁপড়ি,
সেগুলোকে সারাজীবন ধরেও
হাত দিয়ে সাফ করা যেত না,
তাই চোখের সব জল ঝরিয়েছি,
যা, ঠান্ডা হাওয়ার কারণ।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৭জুন,২০২৩, সন্ধ্যা ৬টার কাছাকাছি, বারুইপুর (পশ্চিমের আকাশ টকটকে লাল তখন)