মৃত্যু তেমন সত্য
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

শশী, দিনমণি, ধরণী যেমন সত্য

পাহাড়, নির্ঝর, সাগর যেমন সত্য

অনন্তলতা, অলকানন্দা, নিশিগন্ধা যেমন সত্য

সমুদ্রবল্লভা, ঝটিকা যেমন সত্য 

গগন, পবন যেমন সত্য

ঈশ্বর যেমন সত্য

মৃত্যু তেমন সত্য।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী

৩/৮/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন