মৃত্যু (পর্ব -২)
- কৃষ্ণ কামাল

শেয়ার করুন

মৃত্যু (পর্ব -২)

কৃষ্ণ কামাল

 

 

অনেক খুঁজেছি তোমাকে আমি

তুমিই চিলি প্রচুর দামি

তোমারে আমি অনেক ডেকেছি

তোমার তোরে অনেক কেঁদেছি

তখন তুমি দাওনি দেখা

তারই জন্য আজ লেখা

তবে কেন এলে  ফিরে

আমার সুখের জীবন নীড়ে

যখন আমি ছিলাম কষ্টে দুঃখে

তাকালেন না ফিরে আমার মুখে

সেই দুঃখ কষ্ট সহে জীবনে

এই কষ্ট জীবন নিয়েছি মেনে

আজ কেবল ডাকছো আমায়

সুখ ছেড়ে কেউ কি ফিরতে চায়

হটাৎ একদিন কি যে হলো

ভোর হওয়ার আগে মৃত্যু ধরে নিলো

জীবন আর পেলাম না দেখা

তাই তো জীবন ছেড়ে মৃত্যু নিয়ে লেখা।।

।।

 


শেয়ার করুন

মন্তব্য করুন