যখন থাকে না কেউ
নির্জন মাঠে
হাওয়াসুর ঘুরে ঘুরে
শালপাতা চাটে।
রাস্তার বাতি গুলো
গা ঢাকে আঁধারে
ঠেলা দিয়ে ফেলে দেয়
আঁদাড়ে পাঁদাড়ে।
ময়দানবেরা সব
তাঁবু ছেড়ে এসে
দে গোল দে গোল বলে
ধরবেই ঠেসে।
তাছাড়া তো অ্যাং, ব্যাং
আর আছে চ্যাং,
হা-ডু-ডু বলেই তারা
খুলে নেবে ঠ্যাং।
জোনাকিরা উড়ে এসে
গায়ে দেবে ছ্যাঁকা-
যেও না কো রাত্তিরে
ময়দানে একা।