যদি না ভালবাসতে পারো তবে চলে যাও,
বাঁধা দেব না।
তবে যাবার আগে-
আমায় একুশ বছরে নামিয়ে দাও,
আমার যৌবন ফিরিয়ে দাও,
রাতের তারাভরা আকাশ ফিরিয়ে দাও,
নির্জন দুপুর ফিরিয়ে দাও,
ভোরের নির্মল বাতাস ফিরিয়ে দাও।
শুধু তোমার কথা ভেবে ভেবে
ভাবা হয়নি নিজের জীবনকে নিয়ে,
এত সুন্দর বিশ্ব প্রকৃতির রূপকে অবহেলা করেছিলাম।
তোমার জন্য রেখেছিলাম গোটা হৃদয়টা
সেখানে অন্য কিছুকে ঠাঁই দিইনি,
কিন্তু, তুমি রেখেছিলে আমায় দূরে সরিয়ে।
তাই বলছি-
যদি না ভালবাসতে পারো তবে চলে যাও,
কিন্তু, শেষবারের মতো আমার বুক চিরে নিজের নামটা দেখে, মুখ ফেরাও।