শিক্ষার সাথে পথ চলা
শিক্ষায় হাতেখড়ি
অসময়ে থমকে গেছে
আজ শিক্ষাঘড়ি।
ডিগ্রি দিয়ে শিক্ষা মাপে
শিক্ষা বাঁচে টাকায়
শিক্ষার্থীদের মুণ্ডু কেটে
বুঁদ হয়েছে নেশায়।
বিদ্যে নয় দুর্নীতিতে
মগজ যেন ঠাসা
শাস্ত্রজ্ঞানে কমছে আয়ু
হচ্ছে মরণদশা।
ভাবনাগুলো সিঁকেয় তুলে
গিলছে সদা বই
শিক্ষার পিছে ছুটছে মানুষ
শিক্ষা গেল কই?
মানবতা গুমরে মরে
সবাই মানব যন্ত্র
মন্দটাকে ভালো জানে
চোখ থাকতেও অন্ধ
দীক্ষা আজ ভিক্ষা করে
একটু জ্ঞানের কাছে
সবাই যেন অকালকুষ্মাণ্ড
বন্দী সত্যের ছাঁচে।