শিবকে নিয়ে লেখা গান
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

আমি বড়ো অসহায়
শিব তুমি বাঁচাও আমায়,
তুমি আছ এ জগতে
তাই জানি আমায় বাঁচাবে।।

আমার সকল দুঃখ তুমি
দাও মুছিয়ে হরি,
আমায় একটু কৃপা করো তুমি
তাতেই পাব বড়ো শান্তি।।

দয়া করে থাকো মিশে
আমার প্রাণের সাথে,
আমার যত বিপদ তুমি থাকলে
সবই যাবে হাওয়ায় মিশে।।

জীবনে আমি একা
থাকলে তুমি নেই চিন্তা,
অসহায় থাকব না তখন
পরমেশ্বর সাথে আছেন।।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৯/১১/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন