শিবকে নিয়ে লেখা গান
-

শেয়ার করুন

 

শিব শিব বলো সবাই
শিব নামে কাঁদো সবাই।
যদি সদা বলো এই নাম
মরণের পরে যাবে শিবধাম।

যে ডাকে তাঁকে সারাক্ষণ
সে হয় তাঁর প্রিয় জন।
তাই সবাই বলো শিব শিব
শিব শিব শিব শিব।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১২/১২/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন