শিবের গান
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

 

শিব তোমায় প্রণাম জানাই
তুমি মোদের সবকিছু তাই।
তুমি যেমন মোদের দেবতা
তেমন মোদের ভালোবাসা।

তুমি যেমন মোদের মন
তুমি তেমন মোদের প্রাণ।
তুমি যেমন মোদের সুখের সাথী
তেমন মোদের দুখের সাথী।

তুমি যেমন মোদের পিতা
তুমি তেমন মোদের মাতা।
শিব তোমার চরণে ঠাঁই হবে
কবে মোদের দাও বলে।

অর্ঘ্যদীপ চক্রবর্তী
২/১২/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন