কাছাকাছি তবু অচেনা
ছায়া সঙ্গীর সাথে মিতালি
অমরত্ব প্রেমের স্বপ্নে বিভোর
আর রাতের জোছনা ….
ঘুম পোড়ানি গান আর ঝিঁঝিঁপোকা
সবই আছে যেখানে যেমন ছিল
প্রকৃতির মাঝে লুকোচুরি খেলা
গরম ধোঁয়া উঠা কফির স্বাদ আর
কনকনে শীতের আমেজ
কুয়াশাসিক্ত ভোরবেলা
নরম ঘাসের উপর হেঁটে বেড়ানো
কিংবা ক্যানভাসে রংতুলি
নীলের মাঝে সাদা
ভীষণ চমৎকার
মনের ইচ্ছে গুলো এঁকে যাওয়া
গরম ধোঁয়া উঠা কফির স্বাদ আর কনকনে শীতের আমেজ ।।