শেষ
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

এক একটা সময় যাচ্ছে

বুকে যেন কেউ সজোরে নোঙর মারছে,

ছারখার হয়ে যাচ্ছি,

আমার হাত পা বাঁধা অদৃশ্য বন্ধনে।

ইচ্ছে করছে মূল স্রোতে ফিরতে

কিন্তু ঐ মদের নেশার মতো চুর হয়ে আছি।

মুখ বুজে সব সহ্য করা,

ঠিক যেন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পূর্ব অবস্থা 

ধারণ করে রয়েছি দিনের পর দিন।

বাঁচাও কেউ আমায়,

কন্ঠ চিরে রক্ত বেরোচ্ছে।

জানি কে রক্ষা করবে-

মৃত্যু।

যে আসে কিন্তু ফিরে যায়না।

 

৯জুন,২০২৩, সকাল সাড়ে দশটা, (সারাদিন ধরে মেঘলা আকাশ) বারুইপুর 


শেয়ার করুন

মন্তব্য করুন