শ্যামা মায়ের কবিতা
-

শেয়ার করুন

মা আমার শ্যামা 

আমার ঐ একটিই নাম আছে জানা।

মায়ের রূপের কাছে জগৎ হার মানে

গগন নোয়ায় মাথা মা’র শ্রীচরণে।

জানি আছে আরও কত শত লক্ষ কোটি নাম শ্যামা মায়ের

হরি,রাধা,শিব,বিষ্ণু সব নামই তো শ্যামা মায়ের।

মায়ের মতন এমন করে কেউ ভালোবাসেনি আমায় আগে,

মায়ের মতন এমন করে কেউ কাঁদেনি আমার কাছে।

মা আমার শ্যামা 

‘শ্যামা শ্যামা’ বলে ডাকি তাই শোনে সকল কথা।

বলে আমায়, ‘বাছা রে আয় আমার বুকে’

আমি সে কথায় ভুলে বিশ্ব ভুবন ঠাঁই নিই মা’র শ্রীচরণে।


শেয়ার করুন

মন্তব্য করুন