শ্যামা মায়ের কবিতা
-

শেয়ার করুন

শ্যামা মা আমি দেখি তুই শিবের উপর নেই দাঁড়িয়ে
এই পৃথিবীর উপর আছিস দাঁড়িয়ে,
আমি অবাক হয়ে তোর মুখের দিকে তাকিয়ে ভাবি
তুই তবে কত বড় রে!
মা গো ধুলো করে রাখ আমায়
তোর চরণের তলায়।
ধুলোর সংখ্যা কি গোনা যায়,
ধুলো লাগে ধুলো মুছে যায়!
তবু তুই যদি না রাখলি
তবে তো আমার জন্মই বৃথা হবে রে
জন্মেছি তো শুধু তোর চরণের তলায় থাকবো বলে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৮/১১/২০২৩


শেয়ার করুন

মন্তব্য করুন