অনেক কঠিন সত্যের পথে থাকা,
অনেক সহজ মিথ্যার পথে থাকা।
সত্যের পথে সবাই থাকতে পারে না,
যারা পারে তারাই পায় ভগবানের ভালোবাসা।
মিথ্যার পথে থাকলে সুখ দু’দিনের,
সত্যের পথে থাকলে সুখ চিরদিনের।
মিথ্যার পথে যে থাকে ভগবানের কাছে সে পছন্দের নয়,
সত্যের পথে যে থাকে ভগবানের আশীর্বাদ সর্বদা সে পায়।
মিথ্যার পথ সহজ হলেও নয় সে বাঁচার উপযুক্ত পথ,
সত্যের পথ কঠিন হলেও সে পথই বেঁচে থাকার আদর্শ পথ।
মিথ্যার পথে যে সারা জীবন থাকে
মরণের পরে তার স্থান হয় নরকের আগুনে,
সত্যের পথে যে সারা জীবন থাকে
মরণের পরে তার স্থান হয় ভগবানের শ্রীচরণে।
তাই তো বলি কখনও থেকো না মিথ্যার পথে
সর্বদা থাকো সত্যের পথে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৯/৭/২০২৪