সবকিছুরই শেষ আছে
-

শেয়ার করুন

সবকিছুরই শেষ আছে

যেমন জন্ম আছে তেমন মৃত্যু আছে।

এই পৃথিবী যেমন সৃষ্টি হয়েছে

তেমন একদিন এর মৃত্যু হবে।

যেদিন চাঁদ আর পৃথিবীর চারপাশে ঘুরবে না

হয়তো সেদিনই চাঁদের মৃত্যু হবে।

সূর্যের আলো একদিন না একদিন

নিভে যাবে

হয়তো সেদিনই সূর্যের মৃত্যু হবে।

এই ব্রহ্মাণ্ড যেমন এখন আছে

একদিন এই ব্রহ্মাণ্ডের আর অস্তিত্ব থাকবে না

তখন ‘ব্রহ্মাণ্ড’ নামটাই অর্থহীন হয়ে যাবে।

তাই সবকিছুরই শেষ আছে

যেমন জন্ম আছে তেমন মৃত্যু আছে।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

২৭/৫/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন