সমুদ্র পিয়াসী
- শিউলি চক্রবর্তী

শেয়ার করুন

আমি আজীবন সমুদ্র পিয়াসী
তবুও কখনো সমুদ্র ছোয় না আমায়
বিশাল থেকে বিশালতম ঢেউ
আমায় পার করে মহাশুন্যের পথে
কৈ আমায় তো ভাসায় না
ডুবায় না কখনো স্রোতে!

আমারো তো ইচ্ছে হয়
জলের গভীরে অবগাহন
সিক্ত শরীর বিনা অনুভবে
পরিচিত আকাশ ভুলতে।
নোনা জলের সমুদ্রে
আমার চোখের নোনা জল লুকোতে
আমারো তো ইচ্ছে হয়।
তবুও কখনো সমুদ্র ছোয় না আমায়
আমার পিপাসার্ত বুকে পদরেখা
আমি চেয়ে দেখি
আমার আকাঙ্খিত সমুদ্র
ঝাপিয়ে পরে অন্য কারো আগুন নেভাতে
হারিয়ে যায় আমার বালুতট
সমুদ্র প্রত্যাখিত আমি
অপমানের আগুন টানি নিজের বুকে
আমার বুকে এখন চাপা ভিসুভিয়াস
লাভা নিঃসরণের স্বপ্নে বিভোর
জ্বলছে অহর্নিশি আমাকে ছাই করে
সেই জ্বালা বুকে আমি
ছুটে যাই আবার সমুদ্র অভিমুখে
তখন অন্য কারো প্রত্যাখিত সমুদ্র
শান্ত শীতল বিষাদ গভীর
লজ্জায় আত্মধিক্কারে নমনীয়
আমি কাছে যেতে চাই
সামনে বিশাল বালুচরি দূর ফেলে এসে
তবুও কখনো সমুদ্র ছোয় না আমায়।


শেয়ার করুন

মন্তব্য করুন