সহস্র কোটি প্রণাম তোমায় হে বীর সন্ন্যাসী,,
আজ তোমার জন্যে গর্বিত মোরা সকল ভারতবাসী,
শুধু ভারত কেন ?সারা বিশ্বে তোমাকে সবাই জানে,,
তোমার অমূল্য বাণী দাগ কেটে যায় বিশ্ববাসীর মনে।
তুমি শিখিয়েছো মানবতা বোধ ধর্মের পরিভাষা,,
তোমার অনুপ্রেরণায় সুভাষ করেছিল স্বাধীন দেশের আশা,।
চেতনা তুমি, অনুপ্রেরণা তুমি, তুমি যে জাগরণ,,
মানব জাতির বিবেকের জাগিয়েছ নতুন আলোড়ন।
চির যুবক তুমি,জ্ঞানের ভাণ্ডার তুমি,তুমি যে ওগো মহান,,
হে স্বামী বিবেকানন্দ আজ তোমার শুভ জন্ম দিনে লহ আমার সহস্র কোটি প্রণাম 🙏🙏🙏……….