এইটুকু দ্যাখা তাজমহল, হাতের মুঠোয় চলে আসা দুরবীন চোখে; শায়িত কবরের প্রেম, সাদা মার্বেলে লেখা হামিআস্তো, কোন সে প্রেয়সীর অতল স্মৃতিতে, বেঁচে থাকি এই মূহুর্তটায় ঘুম ভাঙার অপেক্ষায়, অতীত সুন্দরীর আজের দিনে।