হুজুগে হয়ছি শেষ!
-

শেয়ার করুন

হুজুগে হয়ছি শেষ!

         এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

 

সবুজ-শ্যামল যদিও আমার 

বাংলার পরিবেশ। 

এদেশে জন্ম নিয়ে গর্বিত 

তবে, হুজুগে হয়ছি শেষ!

 

বুঝতে পারি না ন্যায় নীতি আর 

বুঝি না ভালো-মন্দ। 

স্বার্থের কাছে ঈমান বেচে 

নিচ্ছি টাকার গন্ধ। 

 

ওতপেতে আছে ভারত-বেনিয়া 

করতে আমায় শেষ।

কব্জায় নিতে চাইছে ওরা-ও

স্বাধীন বাংলাদেশ। 

 

তবুও আমরা আছি হুজুগেই

মস্ত গভীর ঘুমে। 

কিন্তু ওরা-ও লিপ্ত সদা

স্বার্থসিদ্ধি ধুমে।

 

ক্যান এ-জাতির ভাঙছে না ঘুম 

কোন সে সুখের রে…শ,

বিলীন হওয়ার পথেই যখন

স্বাধীন একটি দে…শ।

 

নিভৃতে আজ ঘুমাও তবে

প্রলয় আসছে দেখো,

রাষ্ট্র মাতা তোমার হলেই 

তুমিও খেয়াল রেখো। 

 

ডাকতে যাবো না আর কখনো 

হুজুগ যারা-ই শেষ!

বিশ্বের বুকে আর পাবে না…

অনন্য এই দে…শ।


শেয়ার করুন

মন্তব্য করুন