ধুরে দেখিনু বরষায়,
পিচ্ছিল পথে কাপা কাপা পায়ে,
চলেছে ভীতির ভরসায়!
ভীতি আছে ঢের প্রীতি নাই কোনো,
“কাহার মজিনু প্রেমে”__
মধুর কথার চুপি চুপি প্রেম,
স্বার্থের বেলা থামে।
রাঙা বধু যায়,
আশেপাশে চায়
ফিরিয়া দেখিল নিশুতি!
কাপিয়া উঠিল হৃদয়জবাজ,
থামিয়া গিয়াছে স্বগতি।
দেখিবার বড় শখ হলো সখা,
কোথা আছে সে তাহা মোর জানা;
শরাবের তালে, নস্যির ঢালে,
দিতেছে বাইজি খাজানা।
বহুকালে ফিরে চাই__
নবযৌবনা, মেঘমালা কেশ,
কপোলের টোল, উজানের দেশ;
সরিষার ক্ষেতে, মৌটুসী ঘুরে,
আকুলিবিকুলি মন;
কেমনে ফিরিব, তাকায়ে বলিব,
হ্রদয় আজ আকুঞ্চন।