- কথার ফাঁকে…
…এ্যানী.
চারদিকে আজ গণতন্ত্রের
চলছে দোহায় কত;
গণতন্ত্রের সংঙ্গা-ই ভাবে
সবাই নিজের মত।
কথার ফাঁকে-ই গণতন্ত্রের
বুলি আওড়ায় শুনি!
জনতায় ভাবে আসলেই ওরা
মস্ত মহান গুণী।
গণতন্ত্রের সংঙ্গা-ই জানি
সত্য সঠিক বলা,
দেশ ও জাতির মঙ্গলে তাই
নিজকে গুছিয়ে চলা।
কিন্তূ এখন রাষ্ট্রের মাঝে
সবার মূখ্য চাওয়া;
গণতন্ত্রের দোহায় দিয়েই
ক্ষমতার সিঁড়িঁ পাওয়া।
গণতন্ত্রের মূখ্য বিষয়
ইনসাফে দেশ গড়া।
জনতার ঘরে সুঃখ ছড়াতে
নিজকে বিলিন করা।
ক্ষমতা দখলে মরিয়া সকলে
আসল গিয়েছে ভুলে;
কথায় কথায় গণতন্ত্রের
মিথ্যে দোহায় তোলে।