সর্ব-সেরা
-

শেয়ার করুন

সর্ব-সেরা,

     এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

 

লিখতে যদিও সবাই পারেন,

হয় কী তবুও সেরা?

মহান প্রভুর মহিমা দিয়ে 

নয় যদি কেউ ঘেরা !

 

শ্রেষ্ঠ কবি হলেন তিনি-ই

কাব্য ভুবন মাঝে

মহান প্রভুর প্রশংসাতে

যে জন সকল কাজে।

 

কলম চালায় বাস্তবতায়

ঘোড়ার ডিম-টি রেখে, 

গণ-মানুষের হৃদয়ে থাকার 

কঠিন স্বপ্ন দেখে।

 

শ্রেষ্ঠ কবি হলেন তিনি, 

যে-ই সবার আপন।

সর্ব-সেরা সেই কবিকেই

খুঁজছে আমার মন।

 

চরণ ধুলি নিতেই তাঁহার 

ব্যাকুল থেকেছি মনে,

পাবো কী আদৌও তাঁহার দেখা !

ক্ষণিক জীবনে?


শেয়ার করুন

মন্তব্য করুন