Make Amar Porena Mone (মাকে আমার পড়ে না মনে)
- রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)

শেয়ার করুন

কবি রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) মাকে আমার পড়ে না মনে (Make Amar Porena Mone)

মাকে আমার পড়ে না মনে।

          শুধু কখন খেলতে গিয়ে

                   হঠাৎ অকারণে

একটা কী সুর গুনগুনিয়ে

          কানে আমার বাজে,

মায়ের কথা মিলায় যেন

          আমার খেলার মাঝে।

মা বুঝি গান গাইত, আমার

          দোলনা ঠেলে ঠেলে;

মা গিয়েছে, যেতে যেতে

          গানটি গেছে ফেলে।

মাকে আমার পড়ে না মনে।

          শুধু যখন আশ্বিনেতে

                   ভোরে শিউলিবনে

শিশির-ভেজা হাওয়া বেয়ে

          ফুলের গন্ধ আসে,

তখন কেন মায়ের কথা

          আমার মনে ভাসে?

কবে বুঝি আনত মা সেই

          ফুলের সাজি বয়ে,

পুজোর গন্ধ আসে যে তাই

          মায়ের গন্ধ হয়ে।

মাকে আমার পড়ে না মনে।

          শুধু যখন বসি গিয়ে

                   শোবার ঘরের কোণে;

জানলা থেকে তাকাই দূরে

          নীল আকাশের দিকে

মনে হয়, মা আমার পানে

          চাইছে অনিমিখে।

কোলের 'পরে ধরে কবে

          দেখত আমায় চেয়ে,

সেই চাউনি রেখে গেছে

          সারা আকাশ ছেয়ে।

  ৯ আশ্বিন, ১৩২৮

মাকে আমার পড়ে না মনে (Make Amar Porena Mone) কবিতাটি ছাড়াও কবি রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)-এর অন্যান্য কবিতা,গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন