সার্থক জনম আমার (Sarthak Janam Amar)
- রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)

শেয়ার করুন

আমাদের ভারতের জাতীয় পতাকা-টি কেন্দ্রে 24 টি দন্ডযুক্ত নীল “অশোকচক্র” সহ গেরুয়া, সাদা ও সবুজ অনুভূমিক আয়তকার ত্রিবর্ণরঞ্জিত পতাকা। আজকের দিনে অর্থাৎ 22 ই জুলাই, 1947 সালে, ভারতীয় গণপরিষদ ভারতীয় “ত্রিরঙ্গা পতাকা” কে জাতীয় পতাকা মর্যাদা দেওয়া হয়। এই পবিত্র দিনে সকল ভারতীয়কে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। লকডাউনে সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন 🙏🙏🙏।

আজকের এই বিশেষ/পবিত্র দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)-এর একটি জনপ্রিয়-দেশাত্মবোধক বাংলা কবিতা (Bangla Kobita) সার্থক জনম আমার (Sarthak Janam Amar)

সার্থক জনম আমার

          জন্মেছি এই দেশে, 

সার্থক জনম মা গো, 

            তোমায় ভালবেসে। 

জানিনে তোর ধন-রতন, 

          আছে কিনা রানির মতন, 

শুধু জানি আমার অঙ্গ জুড়ায়

          তোমার ছায়ায় এসে। 

কোন্ বনেতে জানিনে ফুল, 

          গন্ধে এমন করে আকুল, 

কোন্ গগনে ওঠে রে চাঁদ

           এমন হাসি হেসে। 

আঁখি মেলে তোমার আলো

         প্রথম আমার চোখ জুড়াল, 

ওই আলোতে নয়ন রেখে

         মুদব নয়ন শেষে।। 

সার্থক জনম আমার (Sarthak Janam Amar) কবিতাটি ছাড়াও বিশ্বকবি  রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)-এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন । 


শেয়ার করুন

মন্তব্য করুন