এই বিহনে, ক্ষণিকে বিলয়ে; রহিব স্মৃতিতে তোমার। তুমি চিরমম ভাবনা-গভীরে, ত্বরিত আলোয়ে চাহিবে অন্তরীণে। স্মৃতির পর্দায় আচমকা হাওয়ায়, রাখি মম গহিনে।