আমি কবি(Ami Kobi)
- প্রেমেন্দ্র মিত্র (Premendra Mitra)

শেয়ার করুন

আমি কবি যত কামারের আর কাঁসারির আর

ছুতোরের মুটে মজুরের,

—-আমি কবি যত ইতরের!

আমি কবি ভাই কর্মের আর ঘর্মের;

বিলাস- বিবশ মর্মের যত স্বপ্নের তরে,ভাই,

সময় যে হয় নাই!

মাটি মাগে ভাই হলের আঘাত

সাগর মাগিছে হাল,

পাতালপুরীর বন্দিনী ধাতু,

মানুষের লাগি কাঁদিয়া কাটায় কাল।

দুরন্ত নদী সেতু বন্ধনে বাঁধা যে পড়িতে চায়,

নেহারি আলসে নিখিল মাধুরী—-

সময় নাহি যে হায়!

মাটির বাসনা পুরাতে ঘুরাই

কুম্ভকারের চাকা,

আকাশের ডাকে গড়ি আর মেলি

দুঃসাহসের পাখা,

অভ্রংলিহ মিনার -দম্ভ তুলি,

ধরনীর গূঢ় আশায় দেখাই উদ্ধৃত আঙ্গলি!

আমি কবি ভাই কামারের আর কাঁসারির

আর ছুতোরের, মুটে মজুরের,

—-আমি কবি যত ইতরের।

এছাড়াও জনপ্রিয় কবি প্রেমেন্দ্র মিত্র – এর অন্যান্য কবিতা পড়তে এখানে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন