মেঘ করেছে, মেঘ করেছে,
মেঘের কোল থেকে!
বৃষ্টি পড়া শুরু হয়েছে।।
বৃষ্টি পড়া দেখে —
খোকা-খুকি ভিজতে শুরু করেছে।।
বৃষ্টিতে ভিজতে ভিজতে আনন্দের সাথে,
খোকা-খুকির নাচন শুরু হয়েছে।।
বৃষ্টি পড়া বন্ধ দেখে!
খোকা-খুকির কান্না আরম্ভ।।
আয় বৃষ্টি, আয় বৃষ্টি খেলবি আয়;
আমাদের সাথে।
মেঘের কোল থেকে বৃষ্টি নেমে আয়;
খোকা-খুকি বৃষ্টিকে ডাকতে শুরু করেছে।।
২০ই মে, ২০২০
এছাড়াও আমার অন্যান্য কবিতা ও গল্প পড়তে এখানে ক্লিক করুন ।