Baburam Shapure (বাবুরাম সাপুড়ে)
- সুকুমার রায় (Sukumar Ray)

শেয়ার করুন

কবি সুকুমার রায় (Sukumar Ray) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) বাবুরাম সাপুড়ে (Baburam Shapure)

বাবুরাম সাপুড়ে,
             কোথা যাস্‌ বাপুরে?
আয় বাবা দেখে যা,
             দুটো সাপ রেখে যা!
যে সাপের চোখ্‌ নেই,
             শিং নেই নোখ্‌ নেই,
ছোটে নাকি হাঁটে না,
             কাউকে যে কাটে না,
করে নাকো ফোঁস ফাঁস,
             মারে নাকো ঢুঁশ্‌ ঢাঁশ্‌,
নেই কোন উৎপাত,
             খায় শুধু দুধভাত–
সেই সাপ জ্যাম্ত
             গোটা দুই আনত?
তেড়ে মেরে ডাণ্ডা
             ক'রে দেই ঠাণ্ডা।

বাবুরাম সাপুড়ে (Baburam Shapure) কবিতাটি ছাড়াও কবি সুকুমার রায় (Sukumar Ray) অন্যান্য কবিতা পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন