💐শিক্ষক দিবস [Teachers’ Day]💐
আজ 5ই সেপ্টেম্বর , ডঃ সর্বাপল্লী রাধাকৃষ্ণণ- এর জন্ম দিবস ও শিক্ষক দিবস উপলক্ষে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🙏🙏🙏
আজকের এই বিশেষ দিনে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী (Nirendranath Chakraborty)-এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা বই পড়ো (Bi Parho)।
টিভি কি দেখে নাকি ?
তবে তারপরে ভাই
বেছে বেছে যত পার
বই পড়ে ফেলা চাই।
তখন বন্ধ টিভি,
বই পড়ি সব্বাই ।
শুধু কি পাঠ্য বই ?
আরে না না, তা তো নয়
আরও কত শত বই
রয়েছে বিশ্বময় ।
সাবধানে বেছে নিয়ে
তাও তো পড়তে হয় ।
বই আছে পাখি নিয়ে,
নদী আর পাহাড়ের
ফুল প্রজাপতি নিয়ে
শত রং বাহারের,
বিঘ্ন -বাধার কাছে
কিছুতেই না- হারের।
নানা রকমের বই
চারিদিকে ছড়ানো
বোকা -বাক্সের চেয়ে
বেশি মন- ভরানো।
পড়া চাই, আর চাই
অন্যকে পড়ানো।
excellent kobita