বোকা বাক্স দেখলে আমরা
খোকা হয়ে যাই ,
সত্যি বলছি আর কখনো
দেখবো না ভাই।
মাফ করো ভাই , ভুল হয়েছে
কান ধরে এই বলছি।
কি করবো ! বোকা বাক্স দেখবোনা বলছি ,
বোকা বাক্সই আকর্ষণ করে আমাদের ,
তাই তো ছুটে যাই।
বোকা বাক্সের গুন্ই হলো বিজ্ঞাপনের বহর ,
তাই দেখে সবাই এর অন্য দিকে নজর।
তাই তো বলছি ভাই –
সবাই থেকো সাইধানে তাই
বোকা বাক্স দূর করা চাই।।
কবিতাটি সকলের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন।
কবি রেনিসা চক্রবর্তী (Renisha Chakraborty) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে হলে এখানে ক্লিক করুন।