এক যে রাজা খায় না খাজা
ডবল ডিমের পোচ খায়
রানির তাতে ঘেন্না ভারি
কেবলই নাক কোঁচকায়।
কিন্তু রানি কোথায় গেল!
রাজা বললে, খোঁজ নে,
রানি তখন রান্নাঘরে
চিবোয় ডাঁটা সজনে!
দিচ্ছে হামা রাজার ছেলে
খাচ্ছে মুড়ি খামচে,
সোনার খাটে থাকছে না সে
হুমরি খেয়ে নামছে।
ঝিনুক বাটি উল্টে ফেলে
খাচ্ছে ধরে পিঁপড়ে,
বিপদ বুঝে কোটাল বাঁশি
বাজায় পি-পিপ্ পিপ্ রে!
সবাই খেলো আমি কী খাই!
বলে রাজার কন্যে,
কন্যে বলে, ফুচকাওলা
ডাকো আমার জন্যে।