অন্য শরৎ (Onnyo Sarat) ~ সমরকুমার চট্টোপাধ্যায় (Samar Kumar Chattopadhyay)
অন্য শরৎ (Onnyo Sarat) ~ সমরকুমার চট্টোপাধ্যায় (Samar Kumar Chattopadhyay)

অন্য শরৎ (Onnyo Sarat)
- সমরকুমার চট্টোপাধ্যায় (Samar Kumar Chattopadhyay)

শেয়ার করুন

আজকের কবিতাটি আধুনিক কবি সমরকুমার চট্টোপাধ্যায় -এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা অন্য শরৎ

খোকা, তুই বুঝিস শরৎ কাল ?
খোকা, তুই দেখিস নীল আকাশ ?
খোকা, তুই চিনিস্ শেফালী ফুল ?
খোকা – নেই কোন অবকাশ।

খোকা, তোর আছে নতুন জামা ?
খোকা, তোর নতুন জুতো কই ?
খোকা, তোর নতুন মোজা নেই ?
খোকা কয়, এতেই আমার সই।

খোকা, তুই ছিঁড়িস্ শালুক কাশ
খোকা, তুই তুলিস পদ্ম শালুক
খোকা, তুই পোড়াস্ আতসবাজি
খোকা কয়, আমার পৃথিবীটাই ভুল।

খোকা, তুই পাহাড় দেখেছিস ?
খোকা, তুই গেছিস্ সাগর পানে ?
খোকা, তুই ঢাকের শব্দ পাস্
খোকা কয়, আমি ছুটি পেটের টানে।

খোকা, তুই রোল- পিজা চাউ খাস
খোকা, তুই দেখিস পুজোর মেলা
খোকা, তোর খেলার সাথী নেই,
খোকা কয়, আমার ক্ষিধের সাথেই খেলা।

খোকা, তুই ভোর রাতে যাস্ কোথা?
খোকা, তোর করেনা কোন ভয়?
খোকা, তুই মাঝ রাতে যাস্ বাড়ি!
খোকা কয়, আমি চা দোকানের বয়।

সমরকুমার চট্টোপাধ্যায় -এর অন্যান্য কবিতা পেতে হলে এখানে ক্লিক করুন


শেয়ার করুন

মন্তব্য করুন